হোসেনপুরে আঃ কাদির জিলানী (রঃ) জামে মসজিদের উদ্যোগে ১র্ম বার্ষিক ইসলামি মহাসম্মেলন
মোঃ সোহেল মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ হোসেনপুর আঃ কাদির জিলানী (রঃ) জামে মসজিদের উদ্যোগে ১র্ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্টিত হয়েছে। হোসেনপুর বাজার জামে মসজিদের খতিব হযরত মাওঃ আঃ আওয়াল দুলাল সাহেব ও পশ্বিম ধনকুড়া জামে মসজিদের খতিব হযরত মাওঃ আঃ সালাম সাহেবের সভাপতিত্বে সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত বিভিন্ন আলেম উলামা বয়ান পেশ করেন। ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং আড়াইবাড়ীয়া ইউপি চেয়ারম্যান খুর্শিদ উদ্দিন এবং ময়মনসিংহ জেলা মহানগর আওয়ামিলীগের সহ- সভাপতি, শাহজাহান পারভেজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওঃ মুফতি আছাদ উল্লাহ সাহেব খতিব বাইতুস সালাম জামে মসজিদ ইব্রাহীমপুর (ঢাকা), বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ, আমীর হোসেন ফয়েজী সাহেব ( প্রিন্সিপাল) দারুল আশরাফ মাদ্ রাসা দক্ষিণাখান ঢাকা। উক্ত সম্মেলনে আরো স্থানিয় উলামায়ে কেরাম ওয়াজ ফরমায়েছেন।