গফরগাঁওয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিঝরা মার্চ মাস নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস, মহান স্বাধীনতা দিবস নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও ডা. শামীম রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ।
গফরগাঁওয়ে পৌরসভায় ৬টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডের ৬টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গত রোববার সকালে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল এ কাজ উদ্বোধন করেন। এ উপলক্ষে পৌরশহরের চামড়া গুদাম এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাহ্মী গোলন্দাজ বাবেল এমপি। এসময় পৌর মেয়র এস.এম ইকবাল হোসেন সুমন, প্যানেল মেয়র মোঃ শাহজাহান সাজু, পৌরসভায় নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, পৌর কাউন্সিলর মশিউর রহমান কিরণ, বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, চরআলগী ইউপি চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান ও পৌর মেয়রের একান্ত সচিব তাজমুন আহমেদ উপস্থিত ছিলেন।

গফরগাঁওয়ে পাঁচবাগ বালিকা স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
গফরগাঁও ( ময়মনসিংহ) সংবাদদাতা ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঐতিহ্যবাহী পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৮তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ কামরুল ইসলাম ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন পাঁচবাগ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস ছাত্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক রঞ্জনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল আলম খোকন, পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবীর, প্রধান শিক্ষক মোঃ হাফিজুল হক ফেরদৌস, পাঁচবাগ ইউপির সাবেক মেম্বার আরিফ মাহমুদ, হযরত আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক ফেরদৌস আহমেদ খান, পাঁচবাগ ইউনিয়ন যুবলীগ আহবায়ক মাহবুব আলম, ছাত্রলীগ আহবায়ক মাহমুদুল হাসান, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আব্দুল মোমেন সিকদার সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী, সুধীজন ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসমূহের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

 

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ