হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবসের র্যালী ও আলোচনা সভা
হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা ঃ “ টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, হাত ধোব নিয়মিত থাকব সবাই স্বাস্থ্যসম্মত ” এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এক বিশাল র্যালী ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গতকাল সোমবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ এর নেতৃত্বে একটি র্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, যুবলীগের সভাপতি এম এ হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম, ব্রাক ওয়াশের প্রকল্প কর্মকর্তা দিলোয়ার হোসেন প্রমূখ। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক,জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।