নান্দাইলে ধান ক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার
মজিবুর রহমান ফয়সাল : উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে ধান ক্ষেত থেকে সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে স্থানীয় দুই যুবক ধান তে থেকে শিশুটিকে উদ্ধার করে নান্দাইল থানায় নিয়ে যায়। পরে ওসি কামরুল ইসলাম মিয়া শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষপালা গ্রামের বাসিন্দা আসিছুর রহমান হৃদয় (২২) রবিবার রাতে নান্দাইল সদর থেকে বাড়ি ফিরছিল। এ সময় ময়মনসিংহ-কিশোরগঝঞ্জ মহাসড়কের পাশে অটোরিক্সা থেকে নামার সময় দুই তরুণ-তরুণীকে দেখতে পান সড়কের নিচ থেকে ওপরে উঠছেন। পরে সেখানে পূর্ব থেকেই দাড়ানো একটি সিএনজি যোগে দ্রুত চলে যান। বিষয়টি ভালো ভাবে বুঝার জন্য সামনে এগিয়ে গেলে ওই যুবক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। এ অবস্থায় মোবাইল ফোনের আলোতে কাপরবিহীন এক শিশু নড়াচড়া করতে দেখতে পান। এ সময় নিজের শরীরের কাপর খুলে শিশুটিকে মুড়িয়ে নান্দাইল থানায় নিয়ে আসেন।
নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারের পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে শিশুটির কোন পরিচয় পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নির্ঝর সাহা বলেন, শিশুটি এখন আশঙ্কামুক্ত। তবে শিশুটির বুকের দুধের প্রয়োজন রয়েছে।