কুলিয়ারচরে ১০০ পিস ইয়াবা সহ ১জন গ্রেফতার
মুহাম্মদ কাইসার হামিদ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোজাম্মেল হোসেন ওরফে মোজাম (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, বুধবার (১৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার এসএই মোঃ আরিফ রব্বনীর নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের রাজ সিনেমা হলের সামনে থেকে ইয়াবা ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হোসেন ওরফে মোজামকে গ্রেফতার করে। সে উপজেলার পূর্ব গাইলকাটা গ্রামের মোঃ আবু বক্কর মিয়ার ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এসআই মোঃ আরিফ রব্বনী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় একটি মামল দায়ের করেন। এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনর্চাজ মোঃ নান্নু মোল্লা বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।