কিশোরগঞ্জ-৫ আসনে প্রতি মূহুর্তে বদলে যাচ্ছে জোট-মহাজোটের প্রার্থি! বিভ্রান্তির শিকার জন সাধারণ

খাইরুল মোমেন স্বপন
প্রতি মূহুর্তেই বদলে যাচ্ছে প্রার্থি! বদলে যাওয়া প্রার্থির পক্ষে মিষ্টি বিতরণ করা হচ্ছে। চ’রান্ত প্রার্থিতার জানান দিতে হচ্ছে মটর সাইকেল শোভাযাত্রা। কিশোরগঞ্জ-৫ নিকলী-বাজিতপুর আসন থেকে জোট-মহাজোটের মনোনয়ন প্রত্যাশিদের অনুসারিদের মুখে মুখে প্রতি মূহুর্তেএই প্রার্থি বদলের প্রচারে বিভ্রান্তির শিকার হচ্ছে সাধারণ ভোটারগণ। নিকলী-বাজিতপুর দুই উপজেলা নিয়ে সংসদীয় আসন-১৬৬ কিশোরগঞ্জ-৫। ১৮টি ইউনিয়ন,একটি পৌরসভার ৩লক্ষ ১৪ হাজার ৭শ ছয় ভোটারের আসনটিতে আওয়ামলীগের ১৪ ও বিএনপি’র জন দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে বর্তমান সাংসদ আলহাজ্ব আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাডভোকেট শেখ একেএম নূরন্নবী বাদল, একই পদবির আলহাজ্ব আলাউল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি অজয় কর খোকন, কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য শহীদুল্লাহ মোহাম্মদ শাহনুর, বিএনপি দূর্গের কেন্দ্রীয় মুসলিমলীগ সভাপতি খসরুজ্জামান খান, বাজিতপুর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, বাজিতপুর পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়া, নিকলী বিএনপি সভাপতি এ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল আলম রাজন ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। তাদের অনুসারিরা বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় ছাপা নির্বাচনী সংবাদকে সাধারণ ভোটারদের মাঝে চ’রান্ত দলীয় প্রার্থি হিসাবে প্রচার প্রচারণা চালাচ্ছে। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে আফজাল সমর্থকরা চ’রান্ত মনোনয়ন প্রাপ্তির দাবি তুলে একাধিকবার মিষ্টি বিতরণসহ শোভাযাত্রা করে। পক্ষান্তরে অজয় কর খোকন সমর্থকরা ১৬ই নভেম্বর নিকলী উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মটর শোভাযাত্রা করে চ’রান্ত প্রার্থিতার জানান দেন। ১৯শে নভেম্বর নিকলীতে নির্বাচনী পোষ্টার-ব্যানার-ফেস্টুন অপসারণে দুইজন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। একই দিন সাংসদ আফজাল সমর্থকরা একটি মটর সাইকেল শোভাযাত্রা বেড় করে নিজেদের চুরান্ত প্রার্থিতা প্রচার করেন। বিএনপি মনোনয়ন প্রত্যাশি শেখ মজিবুর রহমান ইকবাল সমর্থকরা ১৮ই নভেম্বর দলীয় মনোনয়ন প্রাপ্তির এবং এ বিষয়ক গন-সংযোগে নিকলীতে ইকবাল অবস্থান করবেন বলে প্রচার করেন। অজ্ঞাত কারণে কর্মসুচি সাময়িকভাবে বন্ধ করা হয়। বিএনপি এবং তাদের জোটের একাধিক পক্ষ মুসলিমলীগ প্রধান কামরুজ্জামান খান খসরুর মনোনয়ন চুড়ান্ত বলে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একই দলের একজনের চ’রান্ত প্রার্থিতার খবর প্রচারণার পর পরই আরেকটি পক্ষ নিজেদের পক্ষে ও আগেরটির বিপক্ষে প্রচারণা চালাচ্ছেন। সহকারি রিটার্নিং অফিসার ও নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার মাসবজমিনকে জানান, দুই জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যামান আদালতের দায়িত্বে রয়েছেন। আচরণ বিধি লঙ্গিত করলেই আইনী ব্যবস্থা নেওয়া হবে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries