হোসেনপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষায়ক সেমিনার
হোসেনপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে “স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার, এন্টিবায়েটিকযুক্ত খাবারকে না বলুন ” এই প্রতিপাদ্য নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুহঃস্পতিবার (২২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ। বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান কাঞ্চন, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এমরুল কায়েছ, হোসেনপুর মডেল প্রেসকাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক প্রমূখ। সেমিনারে ভেজাল মুক্ত খাদ্য ও বাজার মনিটরিংয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বাজার খাদ্যে ভেজাল দুরিকরনসহ স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার নিশ্চিত করার উপর জোর দাবি ওঠে।