কিশোরগঞ্জ-৬ সংসদীয় আসনে মুসা খাঁনের পক্ষে মনোনয়নপত্র দাখিল
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ
ভৈরব-কুলিয়ারচর নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ সংসদীয় আসনে মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মুসা খাঁন (হাত পাখা প্রতীক) এর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার(২৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার কাওসার আজিজের নিকট আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন আলহাজ্ব মোহাম্মদ মুসা খাঁনের প্রস্তাবকারী কুলিয়ারচর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ আলফাজ উদ্দিন। সমর্থনকারী মোঃ সরাফত আলী ,ইসলামী আন্দোলন বাংলাদেশ ভৈরব উপজেলা শাখার সভাপতি হাফেজ মৌলানা আমির উদ্দিন ও ইসলামী আন্দোলন নেতা মোঃ লায়েছ মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিাত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতিশ্বর পাল, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, যুব উন্নয়ন অফিসার জামাল নাসেন খান, সমাজ সেবা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান।