কিশোরগঞ্জ-১ আসনে আ’লীগের সৈয়দ আশরাফ ও হুমায়ুনের মনোনয়ন দাখিল
এস এম তারেক নেওয়াজ, হোসেনপুর (কিশোরগঞ্জ)ঃ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক সাধারন সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। গতকাল বুধবার (২৮ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয়ে সৈয়দ আশরাফের ছোট ভাই ড. সৈয়দ মুঞ্জুরুল ইসলাম ও ছোট বোন ডা. জাকিয়া নূর লিপি উপস্থিাত হয়ে সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে এ মনোনয়নপত্র দাখিল করেন। অন্যদিকে সৈয়দ আশরাফের বিকল্প প্রার্থী সাবেক কৃষি ব্যাংকের পরিচালক ও কেন্দ্রিয় আ’লীগ নেতা কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনও কিশোরগঞ্জ ও হোসেনপুরে মনোনয়নপত্র দাখিল করেন। তাছাড়া, এ আসনে বিএনপির তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। তারা হলেন- সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ মোঃ রেজাউল করিম চুন্নু,বিকল্প প্রার্থী কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা যুবদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ খালেদ সাইফুল্লাহ সোহেল। উল্লেখ্য, কিশোরগঞ্জ-১ আসেনে আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় মনোনয়ন পেলেও তিনি অসুস্থা থাকায় তার বিকল্প প্রার্থী হিসেবে কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের নাম অন্তভ’ক্ত করা হয়। ফলে এ নিয়ে দ্বিধাদ্বন্ধে পড়েন কর্মী সমর্থকরা। কে হবেন নৌকার কান্ডারী,সৈয়দ আশরাফ না হুমায়ুন,চলে নানা জল্পনা-কল্পনা। দু’পক্ষের লোকজনই কিশোরগঞ্জ-হোসেনপুরে আনন্দ মিছিল করেন। এমতাবস্থাায় ২৬ নভেম্বর সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই ড. মঞ্জুরুল ইসলাম তার এক বোনকে সাথে নিয়ে ব্যাংককে যান মনোনয়ন পত্রে সৈয়দ আশরাফের স্বাক্ষর আনার জন্য। সেখান থেকে ফিরে কিশোরগঞ্জে রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন।