কিশোরগঞ্জ-২ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে প্রচারনায় ব্যস্ত নূর মোহাম্মদ
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন পাকুন্দিয়া কটিয়াদী উপজেলার আ’লীগ সহযোগী নেতাকর্মী ও জাতীয় পার্টির নেতাকর্মীরা সরাসরি নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন। প্রতিটি গ্রামের ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে নৌকায় ভোট দিতে সবাইকে উদ্বুদ্ধ করেন নির্বাচনী এলাকার নেতাকর্মীরা। কিশোরগঞ্জ-২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক আইজিপি, সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত নূর মোহাম্মদ ব্যাপক প্রচার প্রচারনা ও গনসংযোগে ব্যস্থা রয়েছেন। পাকুন্দিয়া-কটিয়াদীর বিভিন্ন এলাকার আ’লীগের তৃনমূল নেতাকর্মীদের নিয়ে নৌকার পে মতবিনিময় ও পথসভা করেছেন। গতকাল বুধবার সকাল থেকে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন মান্দারকান্দি চৌরাস্তা ও বুরুদিয়া চৌরাস্তা, তালতলা বাজার, আলমদী, হোসেন্দী চৌরাস্তা আ’লীগের তৃনমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরকারের দৃশ্যমান উন্নয়ন ও সাফল্য বিষয়ক লিফলেট বিতরণ করেন।