নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভা ও মিলাদ মাহফিল
স্টাফ রিপোর্টার
গতকাল বিকাল ৩টায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ন্যামতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি এরশাদ উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন, নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান মাসুম কবীর তন্ময়, সাবেক করিমগঞ্জ ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান পল্টু, নিয়মতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খসরুজ্জামান প্রমুখ।