বাজিতপুরে মাতা-পিতা দিবস কৃতিছাত্রী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মো: মনির হোসেন: বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাতা-পিতা দিবস, কৃতিছাত্রী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতি: জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
অন্যন্যাদের মধ্যে রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাজিতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান সিরাজ। এসময় বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ, অভিবাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কৃতি ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক তুলেদেন অতিথিবৃন্দ।