বাজিতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঃ
বাজিতপুর কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জের বাজিতপুর প্রেস কাবে গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বাজিতপুর সাংস্কৃতিক কেন্দ্রের আহবায়ক কমরেড সাইফুল ইসলামের সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ৩০ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীনত হয়েছে। তাই এই সাংস্কৃতিক কেন্দ্রটি একটি অরাজনৈতিক সংগঠন। বক্তব্য রাখেন, কলাম লেখক অধ্যাপক বিমল সরকার, বাজিতপুর প্রেস কাবের সভাপতি মো: রফিকুল ইসলাম, এডভোকেট নিখিল চন্দ্র দাস, ব্যাংকার মো: লিয়াকত আলী নান্টু, সাংবাদিক হোসেন মাহবুব কামাল, এডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন, সেনা সদস্য মো: রজব আলী, সহকারী প্রধান শিক্ষক মো: বজলুর রহমান। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।