কিশোরগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গুজ্বর বিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ সদর হাসপাতাল সম্মেলন কক্ষে ডেঙ্গু জ্বর বিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ (জুলাই) অনুষ্ঠানে ডেঙ্গু জ্বর বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আতাউর রহমান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সজল কুমার সাহা, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডাঃ সাইদুর রহমান, সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রাজিয়া সুলতানা সহ, হাসপাতালের ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।