ভৈরবে ৪ হাজার পিস ইয়াবা এবং ৫০ হাজার টাকাসহ গৃহশিক্ষক আটক
এম.এ হালিম, ভৈরব প্রতিনিধি: ভৈরব ৪ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা সহ আনিসুর রহমান (৪৬)নামে এক গৃহ শিক্ষক কে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রেলওয়ে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আজ সকালে কিশোরগঞ্জ জে ল হাজ তে প্রেরণ করেছে।
শুক্রবার চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর ট্রেনটি রাতে ভৈরব রেলওয়ে ষ্টেশনে পৌছলে ট্রেন থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনিছুর রহমান ঢাকার তেজগাঁও থানাধিন কনিপাড়া এলাকার মো ঃ আবুল হোসেন বিশ্বাসের ছেলে। পেশায় সে একজন গৃহ শিক্ষক বলে জানায় পুলিশ।
ভৈরব রেলওয়ে থানার ওসি মোঃ ফেরদাউস আহম্মেদ বিশ্বাস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় আটটার সময় ঢাকাগামী মহানগর ট্রেন থেকে আনিসুর রহমানকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে তার হাতে রাখা একটি শপিং ব্যাগ থেকে উল্লেখিত পরিমান ইয়াবা ও নগত টাকা উদ্ধার করা হয়। সে টিউশনির আড়ালে মাদক ব্যবসা করে আসাছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। আটককৃতের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থা নায় মাম লা দায়ের করে জে ল হাজ তে পাঠানো হয়েছে।