ভারতীয় ডেপুটি হাইকমিশনারের কুমিল্লার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন

স্টাফ রিপোর্টারঃ ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিশ্বদ্বীপ দে ও কমার্শিয়াল অফিসার ডাক্তার প্রেমেশ বসালকে কুমিল্লা শহরের অবস্থিত সতের রত্ন মন্দির, জগন্নাথপুর, কুমিল্লা; ঈশ্বর পাঠশালা ও রামমালা গ্রন্থগার, কুমিল্লা ; শচীন দেব বর্মণের বাড়ি, কুমিল্লা; গান্ধিজী আশ্রম, কুমিল্লা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মো: আতাউর রহমান, কুমিল্লার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মো: হাফিজুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিশ্বদ্বীপ দে ও কমার্শিয়াল অফিসার ডাক্তার প্রমেশ বসালকে ময়নামতি জাদুঘর, শালবন বৌদ্ধ বিহার, নব শালবন বিহার, রুপবান মুড়া মন্দির ও বিহার, ইটাখোলা মন্দির ও বিহার, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), কোটবাড়ি, কুমিল্লা; রাণীর কুঠি ইত্যাদি ঐতিহাসিক স্থান গুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিশ্বদ্বীপ দে কুমিল্লাপ অঞ্চলে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা যথাযথভাবে সংরণ, বিকাশ ও উন্নয়নের ল্েয ভারত-বাংলাদেশ যৌথ কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মো: আতাউর রহমান, আঞ্চলিক পরিচালক অফিসের ফিল্ড অফিসার মোঃ শাহীন আলম, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মোঃ হাফিজুর রহমান, সংবাদ মাধ্যমের কর্মী, সুধীবর্গসহ অন্যান্যরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ