কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতী পালন
মুহাম্মদ কাইসার হামিদ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সহকারি শিক্ষকের ১১তম এবং প্রধান শিক্ষকের ১০তম গ্রেডে বেতন নির্ধারণে এক দফা দাবি সফলভাবে বাস্তবায়নের লক্ষে কর্মবিরতী পালন করেছে শিক্ষকগন।
জানা যায়, সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে জাতীয়করণকৃত শিক্ষক ব্যতিত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন এ কর্মবিরতী পালন করে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল আলম রাশিদ বলেন, উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬-৮টি বিদ্যালয় বাদে সকল বিদ্যালয়ের শিক্ষকগন এ কর্মসূচী পালন করেছে।
সংগঠনের সভাপতি আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদ্দুস উন নূর বলেন, সহকারি শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন ২ ঘন্টা কর্মবিরতী পালন করেছে।