তাড়াইলে ১০০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিল আলহাজ্ব এরশাদ উদ্দিন মানব কল্যাণ ফাউন্ডেশন
করোনা ভাইরাসের প্রতিরোধে সামাজিক বিচ্ছিন্নতা বজায় রাখতে ঘরে থাকতে বলা হয়েছে। এতে বিপদে পড়েছেন কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার শ্রমজীবী ও সাধারণ খেটে খাওয়া মানুষ। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় হতদরিদ্রদের মাঝে কিশোরগঞ্জের তাড়াইলে আলহাজ্ব এরশাদ উদ্দিন মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যােগে উপজেলার ঘরবন্দী কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ মিল স্কেল রি-প্রসেস এন্ড এক্সপাের্টস এসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী লীগ নেতা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আলহাজ্ব এরশাদ উদ্দিন নিজের নামে একটি ফান্ডেশন করে নিজে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকের মাধ্যমে এলাকার হতদরিদ্র ও সাধারণ মানুষকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। আলহাজ্ব এরশাদ উদ্দিন মানব কল্যাণ ফাউন্ডেশনের কর্ণধার শিল্পপতি আলহাজ্ব এরশাদ উদ্দিন বিডি চ্যানেল ফোরকে জানান,করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় করিমগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা, তাড়াইল উপজেলার ৭ টি ইউনিয়নে আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।ঘরবন্দী কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এসময় তিনি আরো বলেন, পাশাপাশি তিনি সমাজের বিত্তবান মানুষকে এসব ঘরবন্দী কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এছাড়াও শিল্পপতি আলহাজ্ব মো. এরশাদ উদ্দিন দীর্ঘদিন যাবত নিজের নামে একটি মানব কল্যান ফাউন্ডেশন করে এলাকার হতদরিদ্র, প্রান্তিক ও সাধারণ মানুষকে নানা ধরণের সহযোগিতা প্রদান করে আসছেন। আগাম বন্যায় কৃষকের ফসলহানি সহ যেকোন দুর্যোগে ও মানবিক সংকটে তিনি বিপদগ্রস্ত মানুষের পাশে পরম বন্ধুর মতো সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন।