বিএন‌পির চেয়ারপার্সন বেগম খা‌লেদাজিয়ার মু‌ক্তি ও বি‌দে‌শে চি‌কিৎসার সু‌যোগ দেয়ার দা‌বি‌তে বৃহস্প‌তিবার বি‌কে‌লে ‌কি‌শোরগ‌ঞ্জে জেলা বিএন‌পির সমা‌বেশ

‌‌কি‌শোরগঞ্জ, ৩০ ডি‌সেম্বর:

‌নি‌শিরা‌তের সরকা‌রের কা‌ছে জনগ‌নের দা‌বির কোন মূল্য নেই উ‌ল্লেখ ক‌রে বিএন‌পির স্থা‌য়ি কমিটির সদস্য মির্জা আব্বাস ব‌লে‌ছেন,
জনগন ফুঁ‌সে উ‌ঠে‌ছে, আর ছাড় নয়, গণআ‌ন্দোল‌নের মাধ্য‌মে নি‌শি রা‌তের সরকার‌কে হ‌ঠি‌য়ে খা‌লেদা জিয়া‌কে মুক্ত করা হ‌বে।

বিএন‌পির চেয়ারপার্সন বেগম খা‌লেদা চিয়ার মু‌ক্তি ও বি‌দে‌শে চি‌কিৎসার সু‌যোগ দেয়ার দা‌বি‌তে বৃহস্প‌তিবার বি‌কে‌লে ‌কি‌শোরগ‌ঞ্জে জেলা বিএন‌পির সমা‌বেশে প্রধান ।‌অ‌তি‌থির বক্তৃতায় তি‌নি এসব কথা ব‌লেন।

শহ‌রের আজিম উ‌দ্দিন উচ্চ বিদ্যাল‌য়ের মা‌ঠের এ সমা‌বে‌শে দল‌টির কে‌ন্দ্রিয় নির্বাহী ক‌মি‌টির সদস্য মির্জা আব্বাস ছাড়াও খা‌লেদা জিয়ার উপ‌দেষ্টা ঢাকা মহানগর দ‌ক্ষি‌নের সভাপ‌তি আবদুস সালাম, খা‌লেদা জিয়ার উপ‌দেষ্টা এড. ফজলুর রহমানসহ কে‌ন্দ্রিয় নেতারা এ‌তে বক্তব্য রাখেন।
এরই ম‌ধ্যে কে‌ন্দ্রিয় নেতারা এ‌সে পৌঁ‌ছে‌ছেন।

দুপুর ২ টায় সমা‌বেশ শুরু হয়। এর অ‌নেক আগে থে‌কেই স্থানীয় পর্যা‌য়ের নেতারা বক্তৃতা করেন।

দুপুর থে‌কে ছোট ছোট মি‌ছিল নি‌য়ে দ‌লের নেতাক‌র্মিরা অনুষ্ঠানস্থ‌লে আস‌তে শুরু ক‌রে‌। এক পর্যা‌য়ে পু‌রো মাঠ কানায় কানায় ভ‌রে যায়।

সমা‌বেশ‌কে ঘি‌রে রঙ‌বের‌ঙ্গের পোষ্টার, ব্যানার লিফ‌লে‌টে আশপা‌শের এলাকা সাজা‌নো হ‌য়ে‌ছে।
‌বিএন‌পি নেতারা বলেছেন, এটি ছিল স্মরণকা‌লের সব‌চে‌য়ে বড় সমা‌বেশ। লক্ষা‌ধিক মানু‌ষের সমা‌বেশ ঘটা‌নো হ‌য়ে‌ছে। এ সমা‌বেশ থে‌কে দ‌লের তুণমূল পর্যা‌য়ের নেতারা জাগ‌রিত হ‌বেন এবং চেয়ারপার্স‌নের মু‌ক্তি ত্বরা‌ন্বিত হ‌বে ব‌লে ম‌নে কর‌ছেন তারা।

জেলা বিএন‌পির সভাপ‌তি ও ময়মন‌সিংহ বিভা‌গের সহ সাংগঠ‌নিক সম্পাদক মো: শরীফুল আল‌মের সভাপ‌তিত্বে সমা‌বে‌শে,ময়মন‌সিংহ বিভা‌গের সাংগঠ‌নিক সম্পাদক সৈয়দ এমরান সা‌লেহ প্রিন্স, কেন্দ্রিয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক এড. শাহ মো: ওয়া‌রেস আলী মামুনসহ কে‌ন্দ্রিয় ও স্থানীয় পর্যা‌য়ের নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

https://fb.watch/adtPlU14DA/

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ