কিশোরগঞ্জে নরসুন্দা নদী রক্ষায় মানববন্ধন 

শফিক কবীর 
“নদী হলো জীবন্ত সত্তা” জীবন্ত সত্তাকে যারা দূষিত করে তারা অপরাধী-” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের নরসুন্দা নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা মঞ্চের (পরম) উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পরিবেশ রক্ষা মঞ্চ পরমের আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদীর সভাপতিত্বে ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌরমহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শহিদুল ইসলাম রুবেল, টিআইবির আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুল আলম, পরমের সদস্য আব্দুল খালেক, তানভীর আহমেদ, মো. জুবায়ের, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ শাখার সদস্য জাহাঙ্গীর আলম, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, শিল্পী আবুল কালাম, স্কুলছাত্রী নওশিন জাহান মাহিরা প্রমুখ।
পরিবেশ রক্ষামঞ্চ পরমের আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী ও বক্তাগণ বলেন নদী আমার মা, মানুষের জন্য নদী,সেই নদীকে দখনমুক্ত ,দুষনমুক্ত ও প্রবাহ ফিরিয়ে আনতে আমাদের কার্যক্রম অব্যহত রাখতে হবে।
নরসুন্দা নদীতে স্রোত প্রবাহ সৃষ্টির জন্য বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, নরসুন্দা নদীর গলার ফাঁস কাউনার বাদ খুলে দাও। ব্রহ্মপুত্রের শাখা নরসুন্দা হোসেনপুরের চরজামাইল কাউনা দিয়ে কিশোরগঞ্জ শহরের বুক চিরে প্রবাহিত হয়ে ধনু নদীতে গিয়ে মিলেছে মৃতপ্রায় নরসুন্দা নদীটি। ৮০ দশকের শুরুতে কাউনায় অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে নরসুন্দা নদীর প্রাণপ্রবাহ বন্ধ করে দিয়ে নরসুন্দা নদী কে হত্যা করা হয়। যার ফলে শুকনো মৌসুমে এখন নরসুন্দায় পানি নেই ভরা মৌসুমে নেই প্রবাহ, ফলে নরসুন্দা নদী পরিণত হয়েছে নোংরা, ময়লা ও আবর্জনার ভাগাড়ে। তাই বাপা ও পরমের পক্ষ থেকে কাউনার বাঁধ খুলে মূল ব্রহ্মপুত্র থেকে খাল কেটে নরসুন্দার উৎসমুখে সংযোগ করা, নদীর সীমানা নির্ধারণ করে সঠিক পিলার স্থাপন করার দাবী সহ যারা ময়লা আবর্জনা ফেলে নোংরা নরসুন্দাকে দুষণ করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোরালোদাবি উত্থাপন করা হয়।
এ সময় বাপা ও পরমের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ