নিকলীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জয়দেব আচার্য্য নিকলী
কিশোরগঞ্জ নিকলীতে গতকাল ১৬ই মার্চ ২০২৫ই রোজ রবিবার নিকলী উপজেলা ঐতিহাসিক ঈদগাহ মাঠে যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিকদল, মৎস্যজীবিদল, তাতীদল ও জাসাসের আয়োজনে, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ শেখ মজিবুর রহমান ইকবাল,কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোঃ খসরুজ্জামান শরীফ(জিএস শরীফ),নিকলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্বা এডভোকেট মানিক মিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মনির, নিকলী উপজেলা যুবদলের আহবায়ক আবদুল মান্নান,উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈকত কবীর নাদিম,ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শামীম আল মামুন ,ছাত্রদলের আহবায়ক মোঃ হৃদয় হাসান, সদস্য সচিব রনি আহমেদ, শ্রমিক দলের আহবায়ক মোঃ মুখলেছুর রহমান, সদস্য সচিব মোঃ হামিদুর রহমান সবুজ,উপজেলা তাঁতীদলের আহবায়ক রফিকুল ইসলাম স্বাধীন,জিসাসের আহবায়ক মোঃ মিয়া হোসেন, জাসাসের আহবায়ক শেখ রানা,সদস্য সচিব তাজভীর হোসেন প্রান্ত,সহ নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।